EIIN : 104102
College Code : 4328 Jaldi, Banskhali, Chittagong; 01309104102
সরকারি আলাওল কলেজ Govt. Alaol College Jaldi, Banskhali, Chittagong
01309104102; alaoldegreecollege@yahoo.com
Welcome To Our Institute

    Welcome To Our Institute

    চট্টগ্রাম জেলা তথা দক্ষিণ চট্টলার নয়নাভিরাম পাহাড় বেষ্টিত ও বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত বাঁশখালী উপজেলা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আলাওল কলেজ।

    বাঁশখালীর ঐতিহ্যবাহী মিয়া পরিবারের সুযোগ্য সিদ্ধ পুরুষ, বিশিষ্ট শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী শেখ মরতুজা আলী চৌধুরী ওরফে ছোট মিয়ার বদান্যতায় ১৯৭০ সালে মহাকবি আলাওলের নামে নামকরণ করে এ বিদ্যায়তনটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ০৮/০৮/২০১৮ খ্রিঃ তারিখে বাঁশখালীর প্রাণস্পন্দন  একমাত্র এই প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়।

    বর্তমানে কলেজটিতে একাদশ শ্রেণি, একাদশ শ্রেণী (বিএমটি); দ্বাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী (বিএমটি) স্নাতক (পাস) কোর্স চালু রয়েছে। বর্তমানে এ কলেজে প্রায় ২৫০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। শিক্ষার্থীদের শারিরীক, মানসিক, বুদ্ধিবৃত্তীক বিকাশ সাধনের লক্ষ্যে এ কলেজে সহপাঠ কার্যক্রম হিসেবে রোভার স্কাউটস, রেড ক্রিসেন্ট, বি.এন.সি.সি, লেঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব ও বিজ্ঞান ক্লাবের কার্যক্রম চালু রয়েছে।