EIIN : 104102
College Code : 4328 Jaldi, Banskhali, Chittagong; 01309104102
সরকারি আলাওল কলেজ Govt. Alaol College Jaldi, Banskhali, Chittagong
01309104102; alaoldegreecollege@yahoo.com
অধ্যক্ষ

    প্রফেসর মোঃ ফজলে এলাহী, বি.সি.এস (সাধারণ শিক্ষা) আইডি নং: ৩৭০৮, সরকারি আলাওল কলেজ, বাঁশখালী, চট্টগ্রাম-এ ২২/৪/২০২৫ তারিখে অধ্যক্ষ পদে যোগদান করেন।

    তাঁর বর্ণাঢ্য, বৈচিত্র্যপূর্ণ ও কর্মচাঞ্চল্যকর সুদীর্ঘ কর্মজীবনের শুরুতে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ-এ ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন, পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি কলেজ ও ফেনী সরকারি কলেজে অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে অধ্যাপনা করেছেন।

    একজন শিক্ষার্থীর পেশাগত জীবনের ভিত্তি উচ্চ মাধ্যমিক পর্যায়ে রচিত হয়। তাই শিক্ষাজীবনে উচ্চ মাধ্যমিক পর্যায় খুবই গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভালো পাঠদান নিশ্চিতকরণ এবং ছাত্র ছাত্রীদের ক্লাসমুখী করার বিষয়ে অধ্যক্ষ মহোদয় যথেষ্ট আন্তরিক ও স্বচেষ্ট আছেন। সে লক্ষ্যে তিনি কলেজের ছাত্র ছাত্রীদের শতকরা ৭৫% উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি আশা করেন যে, এ কলেজের ছাত্র ছাত্রীরা তাদের পড়াশুনার পাঠ শেষ করে ব্যক্তিগত ও কর্মজীবনে সাফল্যের স্বাক্ষর রেখে যাবে; তথা দেশ ও রাষ্ট্র গঠনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।